Site icon আলাপী মন

অঙ্গীকার

অঙ্গীকার
-অমল দাস

“উন্মুখ হোল নতুন দ্বার

সততার রইল অঙ্গীকার

একত্রে মোরা এগিয়ে যাব

সাহিত্যে ভুবন মাতিয়ে দেব

আমন্ত্রন করি এই দরবারে

গল্প ছন্দ সাজানোর তরে

এসো , বিনম্র সুরে করি আলাপন

রাঙিয়ে সুজন এই আলাপী মন”

Exit mobile version