আমন্ত্রণ রীণা চ্যাটার্জী 7 years ago আমন্ত্রণ -রীণা চ্যাটার্জী “আমন্ত্রণ আজ সবার তরে শুভেচ্ছা এনো দু’হাত ভরে, থাকবে পাশে এই অঙ্গীকারে নতজানু বন্ধু তোমার ‘পরে। ছন্দের বন্ধনে মাতিয়ে ভূবন গল্পের আঙিনায় করো আলাপন সুধী হয়ে রাঙিয়ো দিও সুজন সবাকার হোক এই “আলাপী মন”।।”