অণু কবিতা তার পর থেকে February 15, 2018 / তার পর থেকে -সোনালী মণ্ডল আইচ ফুরিয়ে যাওয়া পথের কিছুটা খামে ভরে জিভ বুলিয়ে নিয়েছো আঠায় প্রাপ্তির গর্তে কাবুলিওয়ালা ব’সে ভীষন তৃষ্ণায় হাপিত্যেস গাঙচিলের ঝাঁক সৈকত খুঁজে না পেয়ে ব্যাঙমা ব্যাঙমীর আশায় আজ, কাল, পরশু জমিয়ে যাচ্ছি সবটুকু নগ্ন অতীত লিওনের গাঢ় নীল মখমলে স্কিৎজোফ্রেনিয়া ফেজ …