দুঃখ বিলাস

দুঃখ বিলাস

-জ্যোৎস্না ভট্টাচার্য্য ত্রিবেদী

চলেই যাবে যদি তবে এসেছিলে কেনো,
ছেড়ে ই দেবে হাত যদি ধরেছিলে কেনো

সেদিন কেনো বলেছিলে আমায় শুধু চাও,
আজ কেনো সব ভুলে গিয়ে অন্য দিকে ধাও!!

শুনতে ই যদি না চাও তবে জানতে চাওয়া কেনো
কেমন আছি? কি যায় আসে তোমার এখন তাতে …!!

আমার এ মন নিয়ে আমি একলা ভালো থাকি
ভালোবাসার সুখ স্বপ্ন সে যে শুধুই ফাঁকি।।

তোমায় ছাড়া বাঁচার যে সুখ, সুখের অন্তমিল
সুখের কথা বলো না আর, শুধুই গোঁজামিল।।

দুঃখ আমার প্রানের সখা, তার ই সাথে বাস…
তোমায় ছেড়ে তার ই সাথে ভালোবাসার চাষ।।

আমায় কভু যাবে না ছেড়ে, এই অঙ্গীকার
আমৃত্যু থাকবে সাথে,,, অনেক উপকার…
করেছো তুমি,,,আমায় ছেড়ে গিয়ে,, এমন বন্ধু পেলাম–
আমার একলা থাকার চির সাথী, দুঃখ তোমায় সেলাম।।

 

Loading

Leave A Comment