Site icon আলাপী মন

ভ্যালেন্টাইন ডে

উৎসর্গ তোমার (৮৭)
ভ্যালেন্টাইন ডে
-অশোক নস্কর

চুম্বন খাওয়ার দিন চলে গেল,
কামড়াকামড়ি করে সব চুমু খেল,
ঘুরেফিরে এসেছিল চকোলেটের দিন,
খেল সবাই চেটেপুটে,কেউ কারো মধু লুটে,
শোধ করে দিল যত ছিল বকেয়া ঋণ।
নেচে নেচে আসল ফিরে গোলাপের দিবস।
দুটাকার মাল কিনে, পিরিতের শুভ দিনে,
কতজন করল কত প্রাণকে অবশ।
আজ আবার এলো, উড়িয়ে মনে ধুলো,
(ভ্যালেন্টাইন ডে) ভালবাসার দিন।
অনুনয় বিনয় করা, ভালবেসে হাত ধরা,
শত সহস্র মধুভান্ড করা মধুহীন।
আছে বেশি সব প্রতিক্ষায়, লকলকে লালসায়
কবে আসবে স্বপ্ন দেখার শয়নের দিন।
দেহের গরম ঝরিয়ে,শত বাধা পেরিয়ে,
আগ্নেয়গিরি উত্তপ্ত লাভা সকল,
শীতল সাগর জলস্পর্শে হবে লীন।
আমরা সভ্য ও স্বাক্ষর,হিসাব রাখি সবকিছু।
বোধহীন নিরক্ষর যেটা পারে না।
মনেপ্রাণে বাঙালি, প্রনয়ের কাঙালী,
ইংরেজি বাপ পিছন ছাড়ে না।
বৈশাখ যাই ভুলে, স্বাধীনতা দিবস ও
কখনো কখনো বাপের ও নাম।
বিপ্লবীদের জন্মদিন, দেশমাতৃকার কাছে যে ঋণ,
মদ্যমাতাল হলে,যাই প্রায় ভুলে, নিজের সাজানো ধাম।
সুখে নেচে কাটাই বেলা, অসহায়ের করি অবহেলা,
স্বার্থ সাগরে ভাসাই ভেলা, অধিকাংশ নিশিদিন।
মানবতার ধরি কান,সৎ বাপের গাই গুনগান,
আঘাত, নিন্দা দিয়ে শোধ করি, প্রকৃত গুণীর ঋণ।
আমাদের এ শিক্ষার কত উচচ মান,
হাড়ে হাড়ে বোঝেন ভগবান,
অহংবোধে, আর গর্ববোধে আমরা সিদ্ধ।
জুড়াতে আপনার ব্যাথা, অভিনয়ে বলি কথা,
প্রকৃতপক্ষে করছি হাফ বৃথা,
ভবিষ্যত প্রজন্মের বুকে তীর বিদ্ধ।

Exit mobile version