জানবে ভালোবাসি

জানবে ভালোবাসি

-বিদিশা বসু 

 

চৈত্রের জ্বালাধরা কোনো তপ্ত দুপুরে,

যদি দেখো কোনো ছায়াশীতল বৃক্ষতল ভূমি,,,,
জানবে ভালোবাসি,,,

 

কোনো অলস দুপুরে ভাবনার খামখেয়ালে অবহেলে যদি চোখে পড়ে

ঘোড়ানিম গাছের পাতাগুলি করছে লুকোচুরি রোদ্দুরে আবডালে
জানবে ভালোবাসি,,,

 

ঘনিয়ে ওঠা হঠাত কালবৈশাখীর উন্মও দাপটে
উপড়ে যাওয়া মহীরুহ যদি দেখো
জানবে ভালোবাসি,,,,

 

কালো মেঘের ঘনঘটায় যদি বৃষ্টি নেমে আসে বড় বড় ফোঁটায়,

সোঁদা গন্ধে ভরে যায় উঠোন,মুষল ধারায় ভাসে শূন্য আমার বাড়ীর রাস্তা
জানবে ভালোবাসি,,,,

 

অগোচরে যদি ছুঁয়ে যায় হেমন্তের হিমেল শিশির
উওরের হিমশীতল স্পর্শে গরম চাদর খানা আরো শক্ত করে জড়িয়ে নাও সারা শরীর জুড়ে,
জানবে ভালোবাসি,,,,

 

রুক্ষ পথপ্রান্তে যদি দেখো কচি সবুজের ছোঁয়া
আনমনে ছুঁয়ে যাওয়া দখিন হাওয়া,

চমক ভাঙে যদি কোকিলের সুরে
জানবে ভালোবাসি,,,,

 

আর যদি কোনোদিন শোনো, এই বদ্ধ অন্ধকারাচ্ছন্ন  ঘরটিতে,

যেখানে কাটে আমার তিনশো পঁয়ষট্টি দিন,,,

রাতের আঁধারে নেমে আসে দুগাল বেয়ে অগ্নি স্রোত,,
জানবে ভালোবাসি,,,,

 

যদি গোধূলি লগনে আমার আঁচল ভরে ওঠে
গন্ধরাজ ফুলে,,, দিনান্তের আলোয় ঝলসে ওঠে আমার সিঁথির রাঙা রঙ,

আতপ্ত নিঃস্বাসের শেষ ঠিকানা হয়  তোমার নিঃশ্বাসের উষ্ণতায়
জানবে ভালোবাসি,,,,,

 

তারপরও যদি দেখো আগুনের লেলিহান শিখায়
গলে গলে পড়ছে আমার রক্ত,মাংস, অস্থি
দেহহীন স্পর্শ টুকু হয়ে জড়িয়ে ধরে বলবো
খুব ভালোবাসি,,,,

 

জীবনের বাকী মধ্যরাত গুলো যদি কেটে যায়
একটি উপহার, একটি মুখচ্ছবি বুকে আঁকড়ে
যদি চলে যেতে গিয়েও আবার ফিরে আসি
জানবে ভালোবাসি,,,,,।

 

Loading

Leave A Comment