অণু কবিতা হেরেছি February 16, 2018 / হেরেছি – সুদীপ্তা মন্ডল হেরেছি আমি- তাই মায়া-কাজল দিইনা আর। রুঢ়তার কাছে পরাভূত বারংবার। হেরেছি তো, তাই স্বপ্নিল-আবেশ নেই আর। নির্লিপ্ততার কাছে পরাজয় করি স্বীকার। মূঢ় আমি- তাই অসারতার কাছে অবনত হই আজ। মূঢ়তাই তো, তাই নৈরাশ্যের মাঝে, ‘আশ্রিত-ছলের’ কাছে আশাহত আমি বারংবার।।