কবিতা

হে রবীন্দ্রনাথ

হে রবীন্দ্রনাথ

– সমরেশ হালদার

তোমার উজ্বল উপস্থিতি অনুভবে রবীন্দ্রনাথ

আজ ঘর আলোকিত

জীবনের উঠোন জুড়ে তোমার

কবিতার সুগন্ধীফুল জীবন জাগায়

অন্তত আর একবার খিদেগুলো

মাথাচাড়া দিক আমার এই ভারতবর্ষে,

খিদের মিছিলহোক

মিছিল হোক চারিদিকে

চারিদিকে অন্তত একবার আগুন জ্বলুক ,

দুলে ঘরের বউটা তাঁর সন্তানকে

অঙ্ক শেখাক

তোমার উজ্বল উপস্থিতিতে

হে রবীন্দ্রনাথ

হিংসা ছেড়ে সকলকে

ভালবাসতে শেখাক,

রবীন্দ্রনাথ

তোমার লেখাতে রাখি হাত,

জীবনের ফুলদানিতে আজ

সব ফুলগুলো

ফুলের মতো গন্ধ ছড়াক ।।

 

Leave A Comment

You cannot copy content of this page