অনিমেষ

অনিমেষ,

-বিদিশা বসু 

 

আমি মাধবী লতা বলছি,,,তোমার মাধবীলতা।অনেকদিন তোমায় কিছু লিখিনা,,,আজ যেন ইচ্ছেরা একটু উতলা,,,,,আমার মতোই।তোমার নামের মতোই অনিমেষ তুমি আমার কাছে,,,আর আমারও অভ্যেস হয়ে গেছে তোমাকে লতার মতো জড়িয়ে থাকার, অভ্যেস বলো,,,ইচ্ছে বলো,,,আর লতিয়ে থাকার স্বভাই বলো,,,,,।
তোমার মনে পড়ে,,,এই তো সেদিন কেমন তরতর করে তোমাকে জড়িয়ে উঠে গেছিলাম চারতলার,
ছাদটায়,,,,,,তোমার সময় অসময়ের উদাস গৈরিক মাঠ,, 
আর তুমি আমার উদাস বাউল,,,,আপন মনে বাংলা,,হিন্দি গানের সুর তুলতে তোমার ঠোঁটে,,,,,না বলতেই গান শোনাতে,,আর আমি তোমায় জড়িয়ে মুগ্ধ হয়ে শুনতাম তোমার গান,,,মনে পড়ে,,,? কতোদিন আমি
শুনিনি তোমার গান,,,,,।বসন্তের খাঁ খাঁ রোদে, তোমার চারতলার রোদে বড় আরাম হতো আমার তোমার প্রসারিত দৃষ্টি ছুটে যেত তোমার গ্রামে,,,,ফেলে আসা ভালো লাগা ভালোবাসায়,,,,,আমি রোদের গন্ধ মেখে নিয়ে তোমার হাতটা ধরতাম,,,তুমি বলতে,,,,, পাগলী,,,
তোমার উসাদী দৃষ্টির চমক ভাঙতো ইহলোকের নিয়মের তাড়নায়,,,,, বলতাম আর একটু বোসো,,,,,সত্যি আমার তো কাজই নেই তোমাকে ভালোবাসা ছাড়া,,,,তোমাকে আঁকড়ে ধরে তোমার বুকে মাথা রাখার পরম সুখ ছাড়া,,,,,।
অনিমেষ কবে তোমার ছুটি হবে,,,,,? আমাকে নিয়ে যাবে কবে সমুদ্র দেখাতে,,,হাতে হাত রেখে গরম তপ্ত বালিয়াড়ির পথ পেরিয়ে নীল রঙা সমুদ্রের কোলে,,,
এলোমেলো হাওয়া উড়ে যাওয়া সাপের ফণার মতো ঘোর লাগা আমার এ চুল ছুঁয়ে যাবে তোমার কাঁধ পিঠ,,,
খোঁপা খুলে দেবে তুমি নিজের হাতে,,,,,আমার মুক্তো চুলের অবাধ্যতার সংগে তুমি গুছিয়েও দেবে এই এলোমেলো আমি টাকেও,,,,
আমাকে একটা নীল রঙা শাড়ী কিনে দেবে,,,,? আমি তোমার কবিতার প্রিয়তমা হতে চাই,,,সেই
নীল রঙা শাড়ী পরে,,,,আমি আজও জানতে পারিনি,, চিনতে পারিনি তোমার প্রিয়তমাকে,,,,,আকাশনীল,,,,সাগর নীল,,,অপরাজিতা নীল কোন রঙ আমায় মানাবে অনিমেষ,,,,আমি কি হতে পারবো তোমার কল্পনার প্রিয়তমা সে নীল রঙে,,,,,সে নীল আবরণে নিজেকে সাজিয়ে মেঘ ভাঙা বৃষ্টিতে ধুয়ে দেবো তোমার বুক,,,,সেখানেই লুকোবো আমার মুখ,,,,শক্ত করে জড়িয়ে বলবে পাগলী একটা,,,,,,,,অনিমেষ,,,, তুমি কেমন আছো,,,,? জানো ঐ একটা শব্দ শোনার জন্য আমি জন্মান্তর অপেক্ষা করেছি
তুমি জানো না,,,,কতবার বেঁচেছি,,,,কতবার মরেছি,,,,,,,
আজও কি হল জন্মান্তর ব্যবধান,,,,,,আজ সব কিছু বড় অজানা লাগে,,,অচেনা লাগে,,,,,তবুও আগলে রাখি,,আঁকড়ে রাখি তোমায় আত্মার প্রচন্ড প্রবল টানে,,,,
সব কিছু চেনা অভ্যেস,,,,পরিচিত সংলাপে ধুলো পড়ছে,,,,,তবু দেহ ছেড়ে তোমার রক্ত,,,,রক্ত স্রোতে
শিরা উপশিরায় ছড়িয়ে যাচ্ছি আমি। 

-তোমার মাধবী লতা।

 

Loading

Leave A Comment