কথা নেই

কথা নেই …

-জ্যোৎস্না ভট্টাচার্য্য ত্রিবেদী 

 

কথারা সব হারিয়ে গেছে

গভীর আবেগের স্রোতে,

শুধু দুটি মন জেগে থাকে

পরস্পরের সাথে …..।

কথা যেখানে শেষ –

চাওয়া পাওয়া , দেওয়া নেওয়া র ….

অন্তহীন , অক্লান্ত ইচ্ছেরা

ডানা মেলে সুদূরে ।

শুধু দুটি মন ——- মূক ও বধির ….

ভাষা হীন অনন্ত ভালবাসায় পরিপূর্ণ ….।

ছুঁয়ে যায় একে ওপরের অন্তঃস্থল …..।

পূর্ণ হয় —- সার্থক হয়—— ‘ মনো মিলন ‘…..।

এক অনাবিল আনন্দে পরিপূর্ণ হয়….. চারপাশ —–

ছড়িয়ে যায় সুবাসিত তরঙ্গ …..

সৃষ্টি হয় আনন্দের ‘ অন্ত্যজ ‘ –‘ মনোজ ‘ ।

Loading

Leave A Comment