কবিতা

অকৃত্রিম ভালোবেসো 

অকৃত্রিম ভালোবেসো 
 -নন্দ দুলাল রায়  

 

আমার এ দু’কান পেতে নিশিদিন

বিমুগ্ধ নির্বাক আছি নিটল চেয়ে,

আমার পোড়ামন ঘুন ধরে সারক্ষণ

আমি অকুল দরিয়ার এক নেয়ে।

আমার মন ঘুরে বেড়ায় বনবন

টেনে ধরে রাখতে অপারগ আজি-

আমি আছি নিভৃত নিরজনে বসে,

কবে আসবে সেই তুমি এ পথে?

ধৈর্য ধরতে পারি না আর কোন মতে।

তুমি একবার এসো হে প্রিয়তমা,

পারোতো করো সকল দোষ-

ভুলের বিচার করা এখন সময় না,

এ বুকে আছে শত সহস্র যাতনা।

প্রিয়তমা, একবার শোনে যাও

আর নিরভিমানী আমায় এ হৃদয়

আদর সোহাগে আপন করে নাও,

তুমি আমাকেই শুধু ভালোবাসো।

আজ শুধু নিজের অজান্তে আমি

নিজেকেই জড়িয়ে সদা প্রশ্ন করি

শত সহস্র বৈচিত্রতায় সে সব ভরা,

মনেপ্রাণ উজারিয়া নানা সে ছলে

মনের কথা গোপন করি না আর-

কী যে হলো পারি না হৃদয়ে সইতে।

আমি নির্বাক চোখে চেয়ে থাকি

মরছি শুধুই ধোঁকে ধোঁকে একাকী-

অবিরাম অভিরাম যাই শুধুই বলে,

উজাড় মনোপ্রাণ করে মন আনচান

শতেক দোষ করো নিজ গুণে ক্ষমা।

ওগো আমার প্রিয়তমা, তুমি এসো-

অকৃতিম তুমি আমায় ভালোবেসো।

 

Leave A Comment

You cannot copy content of this page