প্রথম ভালবাসা
-শর্মিষ্ঠা শেঠ
কেমন আছো তুমি বহু বছর অজানা,
বহুদিন তোমাকে নিয়া কবিতা লেখা হয়না;
একটু বিশুদ্ধ প্রেমের অভাবে,
আমার মন পড়ে থাকে-
অবচেতন, অলস আর সৃষ্টিহীন।
জানি, একদিন পৃথিবী বদলাবে-
নেশার ঘোর কাটবে পথভ্রষ্ট মানুষের।
ছল-চাতুরী আর মিথ্যা দূরীভূত হবে,
ভালবাসার রাজ্যে প্রতিষ্ঠিত হবে সত্য প্রেম।
যে মাতাল প্রেমিক একদিন-
প্রেমিকার নরম বুক হাতড়ে প্রেম খুঁজেছিলো,
সেই একদিন খুন করবে-
তার ভেতরের জানোয়ারটাকে।
একদিন মানুষ বদলে যাবে,
প্রেমের নামে দৈহিক চাহিদা পূরণের জঘন্য লোভ;
সেদিন আর স্পর্শ করবে না-
কারও পরিশুদ্ধ হৃদয়।
প্রিয়তা, একদিন তোমার আর আমার স্বপ্ন পূরণ হবে;
স্বর্গীয় প্রেম থেকে খসে পড়বে,
কামুকতার কীট; সেদিন পৃথিবীতে কেবল-
সত্য ভালবাসাই টিকে থাকবে।
তোমার আর আমার বিচ্ছেদে-
যে পবিত্র ভালবাসার জন্ম হয়েছিলো,
আজ তার প্রমাণ রেখে গেলাম আমার কবিতায়।
ভবিষ্যত প্রজন্ম স্বাক্ষী হোক,
এক সুন্দর, সত্য আর স্বার্থহীন ভালবাসার;
জানি, একদিন পৃথিবী বদলাবেই বদলাবে।