কল্পনার আঙিনায়…..কি জানি…
-বর্ণালী নন্দী
এক পলকহীন দৃষ্টিতে চেয়েছিলাম,
নীল গগনে উদাস নয়নে ।
কি জানি ! হয়তো তোমার কথাই ভাবছিলাম ।
দাঁড়িয়ে ছিলাম ঠায় নিশ্চুপে নিরালায়,
সবুজ মাটির বিজন গহনে ।
কি জানি ! হয়ত তোমারই অপেক্ষায় প্রহর গুনছিলাম ।
ধরনীর চেরাচুলের সিঁথি ধরে হাঁটছিলাম,
নীরব স্পর্শের গন্ধ মেখে,
কি জানি ! হয়ত তোমারই দেখা পেয়েছিলাম ।
মুগ্ধতার সিঁড়ি বেয়ে চন্দ্রচূড়ে পৌঁছেছিলাম,
অম্বর প্রাঙ্গনে লুকোচুরি মাঝে ।
কি জানি ! হয়ত তোমাতেই চন্দ্রিমায় মেতেছিলাম।
শৈত্যপ্রাতে কুহেলিকার সাথে হারিয়েছিলাম,
অবচেতন মনের অস্তিত্ব রেখে ।
কি জানি ! হয়ত তোমাকেই হিমের সাথে দেখেছিলাম ।
বৃষ্টি আশায় চাতকের ন্যায় চেয়েছিলাম,
নিথর দিঘির স্ফটিক নয়নে,
কি জানি ! হয়ত তোমাতেই একপশলা বৃষ্টির স্বাদ খুঁজেছিলাম ।
সারি সারি শ্বেত শুভ্র বলাকার সঙ্গধরে উড়েছিলাম,
চির প্রিয় কপোতির ন্যায় ।
কি জানি ! হয়ত তোমাতেই একচিলতে শান্তি আশায় ভেসেছিলাম ।
উত্তরাকাশে ধ্রুবতারা দর্শনে বিহ্বল নয়নে নেচেছিলাম,
অনাবিল কোন সৃষ্টি নেশায় ।
কি জানি ! হয়ত তোমাকেই পথপ্রদর্শক মেনেছিলাম ।