Site icon আলাপী মন

ক্ষয়

ক্ষয়
-অনিমেষ  সরকার

 

 

এক চিবুক শপথ  রেখেছি মায়াজালে;
অন্তরাত্মার আত্মতুষ্টি  বিমগ্ন
কলমের কালি থেকে খসে পড়ছে যৌবন!
ধোঁয়ার কার্বনে ক্রাইসিস রুপলেখা,
যারা ধরেছিলো ফেরার পথ
দরজা সব বন্ধ !
অন্ধকার থমথমে শ্বাস প্রশ্বাস!
আয়নার ডেস্টিনেশন আমার সত্ত্বা চায় জানতে;
পথ হারা এত কাছে থাকা সত্ত্বেও দূরত্ব আলোকবর্ষ,
ক্ষয় হয়ে পড়ছে আবরণ;
নিঃস্ব থেকে নিঃস্বতর।

Exit mobile version