বিদ্রোহ
-রাজন দত্ত
অসভ্য, ইতর, নষ্টাদের জাত।
নারী দেখিলে বাহির হয় ,হিংস্র কামনার দাঁত।
রাস্তার মোড়ে, গেইটের সামনে বাসে থাকে তারা।
নানা অঙ্গভঙ্গি করে দেখায় নোংরা ইশারা।
জ্ঞানের জন্য আসেনা এরা , কলেজ- ভার্সিটিতে।
সারাদিন পড়া নয়, মেয়ে নিয়ে ভাবে।
অপবিত্র, কুৎসিত, নোংরামিতে
ভরিয়ে দিয়েছে, পবিত্র শিক্ষা ক্ষেত্রটিকে।
চায়ের স্টলে, গলির ধরে,
ব্রিজের উপর বসে থাকে এরা।
মেয়ে দেখলে যেন লাগবেই তাদের,
নোংরামি গান করা।
বাসের স্ট্যান্ডে বাসের মধ্যে উঠে তারা,
দেয় নারীর গায়ে হাত।
এটাই কি নারীর স্বাধীনতা,
এটাই কি মোদের সুসভ্য সমাজ।
তাদের হাতে,কত মেয়ে হয়েছে ধর্ষণ,
কত মেয়ে দিয়েছে প্রাণ।
তাদের সংখ্যা বেড়েই চলছে,
এই নোংরামিরর আজ ও হচ্ছে না অবসান।
কেন কেন কেন দিতে হচ্ছে
মা,বোন দের ইজ্জত আর প্রাণের বলিদান?