কবিতা

আমার বাংলা ভাষা

আমার বাংলা ভাষা

-অমল দাস

 

শহীদ বেদীতে মাল্য দিয়ে চলরে সকলে চল,

একুশ প্রভাতে মাতৃভাষার তোলরে হিল্লোল তোল।

বাংলা আমাদের হিয়ার বাঁধন রক্তের তঞ্চন,

মাতৃভাষার অমৃত সুধা – কর সবারে অর্পণ।

সীমানার বাধা টুটিয়া- অসীমে সকলে চল ,

পাশ্চাত্য ছিন্ন করিয়া বাংলায় কথা বল ।

বাণী ভাষা সমৃদ্ধ হোক বাংলার অভিজ্ঞানে ,

বাংলার বীজ পুঁতে দাও- নবজাতকের মননে।

মাতৃতুল্য ভাষা মোদের আঁচল তলে চল্‌ ,

তোলরে তুফানি জয়ধ্বনি- বিশ্ব হয় হোক চঞ্চল।

স্মরণে মরণে স্মরি চল শহীদের বলিদান,

বিশ্ববাসীরে বাঙালী রক্তের ভাষা দিবস দান।

শরৎ সুকান্ত রবি নজরুল- ভাষায় দিয়েছে স্বর্ণমালা,

বঙ্কিম, শ্বেতা, সুনীলের পর আমাদের শুরু পালা।

আয়রে মজুর আয়রে কিষান বাংলায় বাঁধি গান,

ভাটিয়ালী সুর তুলে মাঝি দে রে নৌকায় টান।

চলরে সকলে প্রতিজ্ঞা করি বাংলায় দেব প্রাণ,

বাংলা ভাষার মহাসমুদ্রে করি পবিত্র স্নান ।

আয়রে সকলে ভুলি ভেদ মোরা একই বৃন্ত ফুল,

বাংলাভাষী চল গভীরে গ্রথি ভাষা বৃক্ষের মূল।

সুখ দুঃখের সাথী বাংলা – বাঙালীর আশা ভালোবাসা,

শত জনমেও ছিন্ন না হয় “ আ মরি বাংলা ভাষা”।

 

 

 

 

One Comment

  • রীণা চ্যাটার্জী

    মাতৃভাষার জয়ধ্বনি সার্থক হোক।শ শু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

Leave A Comment

You cannot copy content of this page