ভালোবাসা কারে কয়

ভালোবাসা কারে কয়
-অনোজ ব্যানার্জী
ভালোবাসা কারে কয়!জানিনা,
ভালোবাসা কারে কয়। ভালোবাসা হয়,
যখন তখন,ভালোবাসা…
কোনো দিনক্ষন, পাঁজিপুঁথি,স্থানকাল
দেখে নয়। আসে…আসে…
ভালোবাসা, ভ্যালেন্টাইন ডে,তে…
সরস্বতীপূজায়,শুক্লাপঞ্চমী তিথিতে,
প্রেমদিবসে,!মধুমাসে…
ভালোবাসা আসে,স্নিগ্ধ ভোরের
শিশিরবিন্দুবৎ  নিঃশব্দে,নিভৃতে,
নিরালায়, …বিড়ালের মত চুপিচুপি!
সংগোপিত মায়ায়।রাবণের মত ছদ্মবেশে??

কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই,
আছে শুধু,বিরহ-মেঘের ঘনঘটা,
ঊষাগোধুলির আলোছায়াখেলা,
চঞ্চল-মন দেওয়ানেওয়া,
আকাশমাটির কানাকানি,
অকালমৃত্যুরর কালোহাতছানি।
ভালোবাসার কি রূপ তার,কি যে রঙ,
কি তার বেশ!!
কাটেনা কিছুতেই মোহমায়াঘুমঘোর রেশ।

আছে সবহারানোর ভয়,আছে ফুলেলমায়াবী কেশ, আছে…

অদৃশ্য শক্তিশালী চৌম্বক আবেশ।

চণ্ডীদাস রজকিনী, লায়লা মজনুর প্রেমকাহিনী, ভগবান
রাধাকৃষ্ণ পরকীয়া প্রেমের মত্ততা,আজ
ইতিহাসে করেছেঅমর,করেছে দেবতা।সভক্তি
পূজা পায় বাঙালীর ঘরে ঘরে।
ভালোবাসা কারে কয়!হয়তো
এইতো বা হলো প্রেম-ভালোবাসার কিছু কিছু
টুকটাক ছোঁয়া ছোঁয়া
পরিচয়।

অনাত্মীয় আত্মীয়  হয়,একান্ত
পর হয় নিতান্ত আপন।
ভালোবাসা দেখেনা,কার কতো
গাড়ীবাড়ি, কারকতো, ধান-মান -ধন।
কার কেমন হৃদয়ওজন,
।দেখেনা মা কালীর ছা,না কোনো অপ্সরী।
দেখেনা বিশ্বসুন্দরী,দেখেনা কার্তিকসুন্দর।

গাছ ভালোবাসে ফুল-ফল,
নদী ভালোবাসে জলকল্লোল।
মেঘ ভালোবাসে নীলাকাশে,
ভালোবেসে মাছ,জলে ভাসে।
ভালোবাসার মানুষটাকে কাছে
না পেলে,জীবনটাতো মিছে।
যুবক-যুবতী কত শত,
আত্মবলী দেয় অবিরত।
ভালোবেসে কেউ যায় জেলে হাজতে,
কেউবা ঝোলে হায় ফাঁসিতে।
মনের মানুষ কাছে পায় যারা
অসীম  ভাগ্যশালী নিশ্চয় তারা।
জীবন তাদের হয়ে যায় ধন্য ধন্য।
মরুচরে জাগে সবুজ অরণ্য।

ভালোবাসা কারে কয়,
নুয় শুধ,নয় শুধুই যাতনাময়।
বিধাতার কি অপূর্ব সৃজন,
যদি ক্ষনিকের দৃষ্টি দেয় মদন,
কি নেশায় ডুবে যায় নর-নারী।
চাল নেই,চুলো নেই,
ভাগ্যাকাশে কালো মেঘের ঘনঘটা,
নিদ্রাহীন, অন্নহীন, তবু প্রেম থাকে জারী।
ভালোবাসার রূপ-রঙ রস, জানিনা তাই,
জানিনা ভালোবাসা কারে কয়।

স্নিগ্ধ, মধুর,পরম পবিত্র বন্ধন, যেনো চিরকালই রয়।মধুময় প্রেমভালোবাসার
শ্বাশ্বত,অমৃতঝরণাধারা যেন, যুগে যুগে,
প্রতিটি জীবের অন্তরনদীতে,

চিরকালই  সমানে বয়।।

Loading

Leave A Comment