প্রিয়তা
-শর্মিষ্ঠা শেঠ
এসো তুমি-
চোখের লজ্জা সরিয়ে সামনে এসো।
দেখি স্পর্শ পেলে কিভাবে
লজ্জাবতীর মতো গুটিয়ে যাও তুমি।
সামনে এসো ঠোঁটের আরষ্ঠতা সরিয়ে,
ছুঁয়ে দেখি কতোটা আদরে-
তুমি চোখ বুজো পরম নির্ভরতায়।
কাঁচুলি খুলে সামনে এসো দাঁড়াও,
পরীক্ষা করে দেখি—
কতোটা সুরক্ষায় ঢেকে রেখেছো হৃদয়।
সামনে এসো অন্তর্বাসটাকে শূন্যে ছুঁড়ে দিয়ে,
থার্মোমিটারে মেপে দেখি—
কতোটা উষ্ণতা জমিয়ে রেখেছো ঐ দেহে।
প্রিয়তা –
যে পাঁজরের হাড় থেকে তোমার জন্ম,
ছুঁয়ে দাও সেই বুক—
ছুঁতে দাও তোমায়।
আমি তোমাকে ভালোবাসি,
আমাকে অধিকার দাও ভালোবাসার ।