ব্যর্থ…….???
-বর্ণালী নন্দী
তুমি কেন এত চঞ্চল?
ছোট্ট ডিঙিটা ভাসতে চায়,
তোমার বুক জুড়ে; তোমার উথাল পাথাল তরঙ্গে,
দিকভ্রান্ত আজ তার গতি।
পাহাড়, তুমি কেন এত কঠিন?
ক্ষুদ্র চারাটি বৃক্ষ হতে চায় তোমার বক্ষ চিরে;
তোমার তপ্ত হৃদয়ের জ্বালা মেখে,
ঝিমিয়ে পড়েছে তার শরীর।
ঝর্না, তুমি কেন এত দুরন্ত?
ক্ষুদ্র নুড়ি-পাথর তোমার সাথে প্রতিযোগিতায়!
তুমি ঝরে পড় আপন সুখে,
একা পড়ে সে মাটির বুকে।
সাগর, তুমি কেন এত গভীর?
পানকৌড়ি মন ডুব দিতে চায় তোমার অতল জলে;
ডুব সাঁতারে আহার খোঁজে, মুক্ত ছাড়া ঝিনুক মেলে।
আকাশ, তুমি কেন এত দূরে?
পাহাড় চায় তোমার কোলে ঘেঁষতে;
হাতছানির ব্যর্থ আর্তিতে,
মেঘ জমেছে মনের কোনে।
বাতাস, তুমি কেন এত বহমান?
খাঁচার পাখি উড়তে চায় তোমার সাথে দূরদেশে;
তাল মেলানোর মিথ্যে প্রয়াসে,
ঝড় উঠেছে তার বুকে। চাঁদ,
তুমি কেন এত সুন্দর?
তোমাতেই মুগ্ধ আজ মম অন্তর;
জ্যোৎস্না মাখার ভ্রান্ত আশায়,
নিশি যাপনের চলছে রেশ।
সূর্য, তোমার কেন এত তেজ?
তোমাতে একটু শীতলতা চায় সবুজ বনানী;
চৈতালী আহরণের তরে,
ফুটিফাটা ধরনী হৃদয়।