প্রিয় বন্ধু
-পিয়ালী বেরা
প্রছন্নতায় ঢাকা থাক
তোমায় ভেতরে ভাবা যায় না,
বাইরেই না হয় রাখলাম।
আমি তবে জ্যোৎস্না হয়ে থাকি,
চাঁদকে তুমি রাখ সাথে সারাজীবন।
নদী থাকুক তোমার সাথে,
মিশে যাক না সাগরে,
আমি না হয় নদীর ওই বাঁক
সংযোগ হোক তোমার সাথে আমার।
ঝরনা থাক না ছুঁয়ে পাহাড়,
আমি না হয় হলাম শ্যাওলা তার,
রইলাম তোমারিই গায়ে মিশে।
আমি নাইবা হলাম রাধা,
গোপিনী হতে তো বাধা নেই।
ও হোক তোমার ভার্যা
আমিও তো তোমারিই প্রিয় বন্ধু।