আমার লিখা তোমার দেওয়া নাম

“আমার লিখা তোমার দেওয়া নাম”

✍ রুনু ভট্টাচার্য

বহু প্রতীক্ষারত সেই আমি
অবশেষে নির্জন গভীরতায় হারিয়েছি নিজেকে,
ঐই শান্ত মুখের চাহনিতে,

আর দেখেছি সাগর সমান
যেন স্বপ্নের সমষ্টি চেতনার ছবি
হয়ে আছে নিল জল
আর সবুজের দ্বীপ।

ঘুম আর স্বপ্ননের মাঝ খানে
আমার হৃদয় আর আমার মাঝ খানে
তোমায় দেখার মুহূর্ত ছিল
শুধু ধংসের। শুধু নেশার।

তাই মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়।
পায়ের তলায় হিমেল শীত
অনুভূত হয় হাতের চামরায় অজানা অসুখ।
জানি না কেন আমার ই এমন হয়?

জানি। এসবের তুমি নাম দেবে উন্মাদনা।
দিলে দেবে।
তবুও তো সেটা তোমার দেওয়া নাম।

যা!এত সাধারণ একটা কথা দিয়ে কবিতা সুরু করা যায় বুঝি?
যায়! যাবে নাই বা কেন?
এই কবিতা তো সুধু তোমাকেই শোনাবার জন্য ।।

Loading

2 thoughts on “আমার লিখা তোমার দেওয়া নাম

Leave A Comment