প্রাক-প্রিয়

প্রাক-প্রিয়

-সুদেষ্ণা সরকার

 

 

স্তব্ধ পথের ক্লান্ত ছায়া
শরীরের উপর বিষাদ সুর
ছিল কিছু বলার তোকে
ভুলেও গেছিস হয়তো,

তোর রেটিনার অস্তাচলে গভীর কিছু ছিল
কঠোর কর্তব্যের এক নিষ্ঠুর ছবি’

সেই কাঁধে ব‍্যাগ, সেই হাফ প‍্যাণ্ট
পাল্টায় নি কিছু
বদলেছে শুধু চশমার ফ্রেম
মাথার চুল কমেছে কিছু

তোর জীবন একঘেয়েঁমি নয় জানি
কারণ এটাই তোর আভিজাত্য।

Loading

One thought on “প্রাক-প্রিয়

Leave A Comment