Site icon আলাপী মন

কাঠকয়লা

কাঠকয়লা

-সোনালী মণ্ডল আইচ

 

জীবন আমি  দুই মেরুতে জ্যাবদ্ধ

আর মধ্যিখানে আকাশ

মেগাবাইট ভুলে গেছি

একপলা দু’পলা গুনি

বকেয়া সেলাই করি

মনের ভিতর হাজার

রঙ বাকসো ছড়ানো 

যা ইচ্ছে আঁকি

একটা কালো আকাশে

এক ফালি চাঁদ

বলাকার পাখায় সাদা

রঙ কবে শেষ ,

হে সর্পিল ভালোবাসা

ভেসে যাও নীরবে

নামতার গুনগুনানির মত

একটানা ঘুমপাড়ানি গানে

স্বপ্নের বৃষ্টি নামুক

সাহারার মত্ত রাতে ,

এবার যাবো ওই

মাঝ দরিয়ায় নাইতে

প্রশ্ন থেকে যায়

ফিরতে পারব কিনা

শেষটুকু আমরা জানিনা

বঙ্কিমবাবুও লিখে যাননি কপালকুন্ডলার শেষ পরিণতি …

Exit mobile version