তুই আবার কবে কবি হলি ??
–শর্মিষ্ঠা শেঠ
তুই আবার কবে হলি কবি?
প্রায়শই প্রশ্নের সন্মুখিন হই।
বলি —
দেখে আয় রাতের আঁধারে
খোলা আকাশের নীচে
শুয়ে থাকা শত শত মানবতার ছবি
তাহলে তুইও হয়ে যাবি কবি।।
কখনো কি গিয়েছিস—-?
নিরন্ন মানুষের কাছে
শুনেছিস কি মানুষের কান্না?
বুক ভাঙ্গা হাহাকার,
ঝরে পড়া জীবনের গান?
যদি শুনে থাকিস,
তুইও হয়ে যাবি কবি।
নিয়ন বাতির নীচে ল্যাম্পপোস্ট টার আড়ালে
যে রমণী নিয়ত অপেক্ষা করে
শরীর বিকোয় জীবিকার তরে
দেখেছিস কি তারে?
অনুভবে ভেবে নে তার দীর্ঘশ্বাস
তাহলে তুইও কিন্তু হয়ে যাবি কবি
লিখতে পারবি দুর্ভাগাদের ব্যর্থ ইতিহাস।।
কবি ত অনেকেই হয়,
প্রেমের,প্রকৃতির,বিরহের কবি
শোষিতের শিকল ভাঙ্গার কবি হতে গেলে
থাকতে হয় সুকান্ত হৃদয়I ।
মুগ্ধতা রেখে গেলাম বনু।
দারুণ দারুন বনু।