Site icon আলাপী মন

যাপন

যাপন

-সোনালী চক্রবর্তী 

 

রাত হয়ে আসে।

আমি হেঁটে যাই শহরের পথ ধরে।

ধীরে ধীরে নামহীন কুয়াশারা ভর

করে ল্যাম্পপোস্ট।

টুপটাপ আলো জ্বলে, নেভে, আমি হাঁটি,

শরীরে বাসা বাঁধে উচ্ছিষ্ট চিন্তারা

মগজ গড়িয়ে পড়ে হাতের অাঙুলে মুছে নিই নির্বিকার,

অাসন্ন ক্ষতির পরিমাপ ছাড়াই এক আমি,

গুণে যেতে থাকি কার কাছে দেনা রয়ে গেল।

অথবা, অলীক ভোর-ভ্রান্তি,

যদিও পথিক নই তবু,

নিরুপায় হেঁটে যাই অামি সূর্যাস্তের পথ ছেড়ে দিনান্ত সমীপে।

একে একে খসে যায় মাৎসর্য্য,

কাম ক্রোধ বৈভব বিলাস,

ফেলে যাই শূন্যতা, দান করি অমরত্ব বাসনা,

হেলায় ফিরিয়ে দিই কস্তুরি মন পরিযায়ী,

শুধু হেঁটে যাই বিবর্ণ ক্যানভাস নিয়ে প্রস্তুতির দিকে।

রাত হয়ে আসে।

অভ্রান্ত পদক্ষেপে বেহিসেবী রাত নেমে আসে।।…

Exit mobile version