অনুভূতি
–বর্ণালী নন্দী
দাঁড়িয়ে আছি শান বাঁধানো ঘাটের’পরে,
অতল দীঘির নিকষ কালো জলের দৃষ্টিমেখে ।
পরম তৃপ্তিতে বিভোর হয়ে চেয়ে রইলাম,
হংসমিথুনের মাতোয়ারা জলকেলিতে ।
মাছরাঙা তার রাঙাঠোঁটের বিশ্বাসে,
একনিষ্ঠ ছিল পরম লক্ষের আশায় ।
ছোট্ট ছোট্ট তরঙ্গমালার প্রতিবিম্ব রূপ,
বিন্দু বিন্দু করে চুঁইয়ে পড়ল হৃদয়ের আঙিনায় ।
থরে থরে সাজানো শালুকের শ্বেত শুভ্র শির,
কেউ স্পন্দনে, কেউ ভ্রমরালাপে,
কারো বা আলুলায়িত পাপড়ি ।
অনতিদূরে দৃষ্টি কাড়ে একটি কচুরিপানা ফুল,
কারুকার্যে সাতটিরঙে রঞ্জিত ঠিক যেন কৃষ্ণের শিখা ।
ব্যাকুল আর্তিতে বৃন্তে স্পর্শ পাওয়ার বাসনায়,
এক অনাবিল আনন্দে ভরে ওঠে আবেগিমন ।
হঠাৎ সম্বিৎ ফেরে নেপথ্য প্রহসন কণ্ঠধ্বনিতে,
আমি কলমিলতা, জড়িয়ে আছি তোর রাঙা যুগল পায় ।