জীবনবেলা

জীবনবেলা
-তমালী বন্দ্যোপাধ্যায়

দুঃখগুলো বুকের ভিতর আটকে রাখি।
হাসি দিয়ে মনের যত কান্না ঢাকি।

জীবনপথের আঁকাবাঁকা রাস্তাগুলো যাই পেরিয়ে।
কেউ ধরেনা  – কেউ বা আবার হাতটি ধরে হাত বাড়িয়ে।

সুখের সাথে সুখ মিশিয়ে জীবন সাজাই।
মনের মধ্যে সবুজগুলো যত্নে বাঁচাই।

এমনি করেই কল্পলোকের দ্বার খুলে দিই।
টুপটাপ সব স্বপ্নগুলো বন্দী করি।

স্বপ্নগুলো মনটা জুড়ে করে খেলা।
এমনি করেই যায় কেটে যায় জীবনবেলা।

Loading

One thought on “জীবনবেলা

Leave A Comment