অন্তর্লীন

অন্তর্লীন

-গুপ্ত শিবানী 

প্রতিপল    রক্তক্ষরণ !

যন্ত্রণার     অভিব্যক্তিহীন

অবিরল     ধারাপাত

বয়ে যাওয়া    আঁখিপাত

এখন,     তেজপাতা

তীব্রদাহে    বক্ষজুড়ে

কেবলি     রক্তক্ষরণ !

মনের     ভেতরে ——

অদ্ভুততরো   ইচ্ছে–

ঘুড়ি প্রতিবাদে   সোচ্চার!

মন দিব্যি    বসে পড়লো

হাঁটু মুড়ে —   হৃদয় ভূমি তে

 ইচ্ছের তুলি   আলতো করে

রক্তে ডুবে থাকা    বক্ষে ছুঁয়ে ছুঁয়ে

এঁকে চললো অব্যক্ত    ব্যথার সাতকাহন!

রক্তের আখরে   আখরে সাজে

সুচীভেদ্য    যাপনকথা!

আগুনের মতো    জ্বলজ্বল করছে

নিরুচ্চার   রক্তাক্ত চিত্রকলা

এক বিস্ময়কর    রক্তিম কাব্যমালা!

এ চিত্র সমাহার    অন্তর্লীনই থাকবে

এ বেদনাবিধুর ছবি    -একান্ত আপনার!

এ বেদনা——–অব্যক্ত—অদৃশ্য!

এ শুধুমাত্র —-কালের সাক্ষী!

এর নিবাস—–অন্তর্লীন !

Loading

Leave A Comment