কবিতা

কবিতা তুমি বেঁচে আছো

কবিতা তুমি বেঁচে আছো

-পিয়ালী বেরা

পুষ্পে পুষ্পে গাঁথা হয় মালা,

ভাবনা ছন্দে সৃষ্টি হয় কবিতার।

কবির অক্সিজেন জোগায় কবিতা ,

আবার বাঁচিয়ে রাখার রসদ কবিরা।

আদিম প্রভাত হতে কবির চেতনাখানি,

বিরহব্যাথা, উচ্ছৃঙ্খল সমীরন ,

ধূলিধূসরিত জীর্ন রণপথে বেঁচে আছে কবিতা।

তরুন প্রেমচ্ছবি আবেগ অনুভূতি,

শরৎ কি জীবনানন্দ মল্লিকা গন্ধের মতো সুবাসিত হয় কবিতায়।

শুধু দিনে দিনে ফিরে আসে নিত্য নতুন রূপে।

শকুন্তলার কেশপাশ পর্ন কুটির খানি ,

মহাভারত থেকে আজকের রক্তাক্ত ভূমি জয় পরাজয় কাহিনী ,

বাঁচিয়ে রেখেছে কবিতাকে।

মৃত্যু হয়েছে কবির হয় নি তাঁর কবিতার।

One Comment

Leave A Comment

You cannot copy content of this page