
ভালোবাসার যবনিকা
ভালোবাসার যবনিকা
-শর্মিষ্ঠা শেঠ
ভাঙ্গলে যখন দীর্ঘ সময়ের একটু একটু করে গড়া সম্পর্ক,
তখনো ভাবোনি! কি হতে পারে
তোমার আমার ভবিয্যৎ এবং বর্তমানের সম্পর্ক?
কোথায় দাঁড়াব তুমি আমি?
কি হবে তোমার আমার দ্রুপদী ভবিষ্যত!
তুমি যতোটা কষ্ট দিলে ঠিক ততোটাই হারালে,
সুযোগ করে দিলে অন্যকে অনুপ্রবেশের।
তোমার ঐসময়ের বলা প্রতিটি শব্দ
সুনামির বেগে আঘাত হেনেছে আমার হৃদয়ে,
প্লাবিত করেছে সমস্ত শরীর,
করেছে সমস্ত অঙ্গ পতনোন্মুখ।
ধ্বংস যজ্ঞে দাঁড়িয়ে ভাবছি জীবন নামক খেয়ার কথা।
যে তরী এক সময় ভিড়ে ছিলো তোমার উজানে!
আজ কোথায় সেই তুমি? কোথায় সেই দিনগুলি?
অথচ তোমার বলার ভঙ্গিমা ধ্বংস যজ্ঞেও আমায় ভাবিয়েছে।
যা কোন প্রেমিক যুগল চিন্তাও করেনি এর আগে,
ভাবেনি এভাবে, আজ অনেক দিন পর!
এখন হন্য হয়ে খুঁজি সেই স্মৃতি।
স্মরণ করি তোমার বলা অতীত অত্যুচ্চ প্রশংসা;
যা তুমি বলেছিলে সব শেষে এক ছোট্ট সংলাপে অতি অহংকারে।
হয়তো তুমি ভুলে গেছো সেই ভালোবাসা!
যার যবনিকা হয়েছিলো সেই ক্ষণ থেকে———-


2 Comments
Anonymous
Durdanta. .Vison bhalo laglo..
Anonymous
darun lagolo.subrata Nandi