বসন্ত উৎসব

বসন্ত উৎসব

-দেবযানী গাঙ্গুলী

আমায় দেখে উলসে উঠে কৃষ্ণচূড়ার ঢেউ

বলল, “এসো, গল্প করি শুনতে না পায় কেউ!

যেই না কথায় কান পেতেছি, চোখ রেখেছি চোখে –

কোকিল শোনায় পঞ্চমে গান, সুরের সাথী দেখে ।

তারই সাথে গলা মেলাই, আহ্লাদে গাই গান —

পলাশ গেঁথে সাজাই খোঁপা, খুশির স্রোতে স্নান ।

তাই না দেখে গাছে গাছে কিশলয়ের দল —

বলল ,”এবার কাব্য হবে, ছন্দ শিখি চল্।

গাছের কথায় উঠল হেসে পাড়ার ছেলে সব

“কাব্য হবে! কাব্য হবে! জুড়ল কলরব ।

যেই না মনের দ্বার খুলেছি, কথায় কথা গেঁথে,

সাঁওতালি মেয়ে কুড়িয়ে কথা ছন্দে নিল বেঁধে ।

মাদল সুরে সাঁওতালি নাচ, মন ভোলানো তাল —

মাতাল এ মন ভাসিয়ে নিল, রইল না আবডাল ।

মরচে ধরা প্রাণের তারে বাঁধন ছেঁড়া সুর –

ফুলের সুখে, পাখির সুখে হাসল সমুদ্দুর ।

বলল, সবাই গাঁথব মালা অশোক পলাশ ফুলে

বসন্ত রাগ ছড়িয়ে দেব মৌমাছিদের কুলে ।

কোকিল, ফিঙে,বনের টিয়াও আসবে দোলের দিন —

নানা রঙের কাব্য হবে, বাজবে মাদল বীণ।

কুঞ্জরাতে জ্বালবে আলো জোনাকিদের সুখ,

ফুল পাখিদের সইছে না তর, আনন্দে উন্মুখ।

Loading

One thought on “বসন্ত উৎসব

Leave A Comment