রাত ভোর বৃষ্টি
-বিদিশা বসু
গত সে শ্রাবণ চলিয়া গিয়াছে
আমারই রচিত শ্রাবণের জলে
অকাল শ্রাবণ এলো কাল রাতে
জানি, সেও যাবে এমনই চলে,,,,,
তবু ঘোর বরষায়,তব মুখখানি
বিদীর্ণ করে বক্ষ, অপলক মায়ায়
নিশীথ যামিনী,বৃথা তুমিহীন,
দু আঁখি জাগে প্রাণহীন,স্পন্দন ক্ষীণ….
অকাল শ্রাবণের কাটলো এ রাতও
যেমন কেটেছিলো গত শ্রাবণেরও
আসলো দুপুর,বৃষ্টি নূপুর
মঞ্জির পরি পায়……
শূন্য এ চক্ষে,,রিক্ত তিয়াসে
দিন যে চলে যায়…..
শত স্মৃতি সুখ ছাপিয়া ওঠে
দুকুল প্লাবিত হয়….
বিরহ ব্যথায় একটাই কথা
মন যে জানিতে চায়…..
বলো নাই কিছু, স্মিত হাসি হেসে কি যে বলিয়া গেলে,,,
অকাল শ্রাবণে পড়েছে কি মনে
ভালোবেসে, বা অবহেলে?