অারো একবার

 অারো একবার

-সোনালী চক্রবর্তী

যাবি?

আয়…সেই তীব্রতর অতীতে ফিরি
নুন লংকা দিয়ে চেটে খাই
ছেলেবেলা যে যে চিঠি গুলো মা ‘র চোখের আগুনে ছাই
সেই কিশোরী স্বপ্ন দিয়ে ভাত মাখি
ফিরি একবার…
তারপর বৃষ্টি
তারপর মেনে নেবো বেহাত সময়
শাকসবজি তাজা মাছ গুনে গেঁথে
একপলা তেল দিয়ে মেখে নেওয়া অভ্যস্ত যাপন।
যাবি নাকি?
ভুল করে। আরো একবার?
অথবা পলাশ বনে চল যাই…
রাঙাবি জিহ্বা ত্বক… বিবেচনা বোধ।
চেখে নিবি নিশ্চিন্তে দুর্বোধ্য হৃদয় ।।

Loading

Leave A Comment