ঝরাপাতার দিন
– তমালী বন্দ্যোপাধ্যায়
পায়ে চলার পথ ঢেকেছে ঝরাপাতায়।
শুখনো পাতায় শব্দতুলে আনমনে হেঁটে চলেছে জীবন।
অনেক কিছু হারিয়ে জীবন আজ ক্লান্ত।
শুধু জমা-খরচের হিসাব আর পিছুডাক।
এই শুষ্ক,রুক্ষ জীবনেতো এসে পড়েনা কোন রঙীন আলো!
বসন্তের বাতাস লেগে জেগেতো ওঠেনা নতুন পাতার গান।
একরাশ স্মৃতি শুধু অপেক্ষার দিন গোনে।
সময়ের স্রোতে শুধু সময় চলে যায় আর ফিরে ফিরে আসে ঝরাপাতার দিন।
খুব সুন্দর