পূর্ণ বসন্ত

পূর্ণ বসন্ত
-পিয়ালী বেরা
**********
বিশ্বে তান্ডব নৃত্য গেছে থেমে
নিদ্রামগ্ন বিশ্ব মেলেছে আঁখি।
প্রকৃতি পেয়েছে সৃষ্টির স্বাদ
জীর্ণতার অবসান করে,
শুষ্কপত্রে মুকুলের সম্ভার।
ভ্রমর গুঞ্জন থামিয়ে রস্বাদনে উন্মাদ।
চতুর্দিকে জ্যোতির্ময় রঙীন পুষ্পসম্ভার
অপূর্ব জ্যোতি ঝলকিয়া যায়।
প্রভাতে বাঁশরি সুর কম্পিত ভূবনময়
আবিরে রাঙা প্রভুর পদযূগল।
তৃষ্ণিত নয়নে বহিল প্রেমধারা,
হৃদয়ের বদ্ধদ্বার উন্মোচিত আজ।
প্রেমপূর্ণ তনু আবেগে শিহরিল
অতৃপ্ত প্রাণ তৃপ্ততার পরশ পেল।
উত্তাল মন স্থিরাবস্থা ভাব হৃদয়ের সাথে
হৃদয় মিলেছে আজ ভেদাভেদ করে দূর।
ভূমিতলে ঝরাপাতা থাক পড়ে,
ক্ষণিকের তরে মাতি উৎসবে।
মর্মে ব্যাথার থাক পিছুটান,
পুলকে ভরুক তোর দুনয়ান।

Loading

Leave A Comment