কবিতা

স্বপ্নে কল্পনা

স্বপ্নে কল্পনা

শর্মিষ্ঠা শেঠ

 

জানি তুমি আসবে, অবশেষে তুমি আসবে

সকল জল্পনা কল্পনাকে মাড়িয়ে

দীর্ঘ অপেক্ষার পরে তুমি আসবে;

এক অদ্ভুত ভালো লাগা নিয়ে তুমি হয়ত ফিরে আসবে।

লাল পাড়ের সাদা শাড়ী, হাত ভরা রংগিন কাঁচের চুড়ি,

কানে বাহারি দুল আর গলায় পুতির মালা পরে তুমি আসবে।

খোঁপায় গোঁজা সুগন্ধি ফুল

আর বরাবরের মতই কপালটা থাকবে ফাঁকা,

কি যে ঈর্ষনীয় সে সৌন্দর্য;

এক আকাশ অপার মুগ্ধতা নিয়ে তুমি ফিরে আসবে।

তোমার ফিরে আশায় আকাশে হবে তারাদের মিলন মেলা,

পূর্ণিমার চাঁদের করুন লজ্জা;

দলে দলে জোনাকি পোকাদের বিয়ের ধুম।

এই খুশির পৃথিবী কেবল আমি দেখবো না

দেখবে সারা জাহানের সৃষ্টি।

তুমি এসে প্রমাণ করে দেবে অপেক্ষায় কোন অবিশ্বাস ছিলো না,

তবে আসবেই যখন স্বপ্নে না এসে বাস্তবে কেন আসবে না;

স্বপ্নঘোরেই যদি আসবে ঘুম ভাংগিয়ে চলে যেওনা ।

Loading

Leave A Comment