Site icon আলাপী মন

ত্রিকোণ

ত্রিকোণ

-অমল দাস

 

-না আয়ুষ এভাবে ইগ্‌নোর করলে চলে না।
পূরবী একটু রাগ দেখিয়েই বলল।
-প্লিজ আমাকে বোঝার চেষ্টা কর পূরবী । আমি সত্যি বলছি…।
– কি সত্যি তা তো আমি জানি না ! তবে আমি মেয়ে হয়ে তোমার জন্য ওয়ান আওয়ার ধরে ওয়েট করছি। আর তুমি কিনা… এত লেজি কেন তুমি …?
-আমাকে বিশ্বাস কর , আমি রাস্তায় জ্যামে আটকে গিয়েছিলাম, স্ট্রান্ড রোডে কি জ্যাম হয় তা তো জানো! তারপর হাওড়ায় এসে ব্যান্ডেল লোকালটা মিস করেছি , পরে বর্ধমান ধরে এখানে নামলাম।
-বাহানা দিওনা ! আমি সব বুঝি । তুমি সব জায়গায় টাইমে পৌঁছাও আমার বেলায় যত অজুহাত।
-পূরবী প্লিজ বোঝার চেষ্টা কর । আচ্ছা বাবা আই এ্যম স্যরি… । দ্বিতীয় বার এমন হবে না।
-সে তো সময় বলবে হবে কিনা। তবে আমি আজ আর থাকতে পারব না।
-প্লিজ এতো দূর থেকে এসেছি তুমি এখনি চলে যেওনা ! একটু বসো কোথাও যেতে হবে না , এই প্লাটফর্মেই বসি।
-না বাবা… এখানে বসা যাবেনা কেউ দেখে নিলে অসুবিধা আছে।
-এখানে তোমাকে কে দেখবে ? তুমি চুঁচুড়ায় থাকো চন্দননগরে তোমায় কে চেনে?
-ট্রেনে বহুলোক যাতায়াত করে কেউ তো চিনতেই পারে। তাছাড়া আমি বাড়ি থেকে এসেছি দু ঘন্টা হয়ে গেল । মায়ের ওষুধ কিনব বলে এসেছি আর আমি থাকতে পারব না। তুমি দেরি করে এসেছ তুমি বোঝো।
– প্লিজ আধ ঘণ্টা থাক তারপর চলে যেও ।
– না আয়ুষ তুমি বোঝার চেষ্টা কর । তুমি ছেলে , আমি মেয়ে চাইলেই অনেকক্ষণ বাইরে থাকতে পারিনা একটু বোঝো , আজ যাও অন্য একদিন সময় করে নেব।
– পূরবী ! সেই কালীঘাট থেকে এসেছি ! তোমার সাথে দুমিনিট কথা না বলেই চলে যাব ?
-প্লিজ আজ যাও অন্য একদিন হবে। আমাকে বাড়ি এখনই ফিরতে হবে।
পূরবীর কণ্ঠে এক কাকুতি মিনতির সুর। যা আয়ুষ কে নমনীয় করেছিল।

আয়ুষ , পূরবীর হাতটা ধরার চেষ্টা করল , কিন্তু পূরবী সরে গিয়ে আবার বলল, প্লিজ যাও আজ , লেট করোনা ওই দেখ ডাউন ট্রেন ঢুকছে।
আয়ুষ একরাশ বিফলতার করুণ ভাব মুখেনিয়ে হাপিত্যেশ হয়ে ফিরছে ব্যর্থ সিপাহীর মত , যেন রণভূমে বিনা লড়াইয়ে তার পরাজয় হয়েছে।
ডাউনের ট্রেনটা ছেড়ে দিল আয়ুষ গেটে দাঁড়িয়ে বাই জানিয়ে পূরবীকে দেখতে দেখতে দূরে আরও দূরে চলে গেল।
যখন আয়ুষকে আর দেখা গেলনা ঠিক তখন পূরবীর ফোনটা বেজে ওঠে, ওপ্রান্ত থেকে পুরুষ কণ্ঠ , জান তুমি কোথায় ? আমি থার্টি মিনিট ধরে ওয়েট করছি কে এম ডির গেটের সামনে। আর কতক্ষণ জান…?
-বেবি প্লিজ… রাগ করো না…! আমি এই জাস্ট চন্দননগর স্টেশনে নামলাম, ওয়েট আই এ্যম কামিং ইন ফাইভ মিনিটস্‌।
=সমাপ্ত=

 

 

Exit mobile version