ভালোবাসার মায়া জাল
-সোমা বৈদ্য
আচ্ছা তুমি কখনো দূর আকাশের বুকে চাঁদ কে দেখেছ ?
কতো ঝলমলে আলো তার বুকে আমাদের কে আলোকিত করছে।
আমারা কি কখনো ভেবেছি ঐ ঝলমলে আলোর পিছনেও অন্ধকার আছে,
তবে আমারো আজ কাল ঠিক তেমনই মনে হয় কেন?
উপরে আমি ঝলমলে আলো আর ভিতরে হাজারো দুঃখ কষ্টের ভীড়।
তার সামনে দাঁড়াতে নিজেরই কেমন যেন অদ্ভূত ভয় হয়,
আজ কাল খুব জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো?
আচ্ছা আমি তোমায় বিরক্ত করছি না তো ?
ভালোবাসা মানুষকে এতো অসহায় করে তুলতে পারে আমার জানা ছিলনা।
তোমার সাথে আমার পরিচয় না হলে হয়তো আমার জানাই হতো না।
তোমার ভালোবাসা আমায় বাঁচতে শিখিয়েছে তোমার হাতে গড়া আমার এই পৃথিবী,
যাকে সুখী দেখবে বলে তুমি চলে গেলে দূর থেকে বহু দূরে।
খোলা আকাশে পাখীর মতো ডানা মেলে উড়ে গেলে?
তার মুখে আজ এমন কথা মানায় না আমি জানি।
আমি এখন আর পাচ্ছি না আমার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে
তোমার রেখে যাওয়া স্মৃতি স্বপ্ন,
ভোরের সকালে শিস দেয় তোমার সেই ভালোবাসা।
সারাক্ষণ আমার সাথে ঘুড়ে বেড়ায় তোমারই স্মৃতি,
আমি তাকে না পারি কাছে টানতে না পারি দূরে সরিয়ে দিতে।
আমিও যে সুখী হতে চেয়েছিলাম
কিন্তু আজ সেই একলা আমি কালও যেমন ছিলাম,
মনের মধ্যে কষ্টের পাহাড় জমেছে
আমার কোন অধিকার নেই আমার তোমার সামনে যাওয়ার।
তবুও তুমি একদিন বলেছিলে,
যদি কখনো মনে হয় তুমি একা হয়ে গেছো
তখন তুমি ফিরে এসো আমি অপেক্ষা করবো তোমার !
হ্যা আমি আজ খুব একা হয়ে গেছি,
আমার অভিমান তোমায় ছাড়া সুখী হওয়ার।
আজ সব কিছু ফেলে এসেছি তোমার কাছে ফিরিয়ে নাও আমায়!
কথা দিচ্ছি এমনটি হবেনা ,
আর আমি জানি আজ তুমি একলা এক বুক অভিমান কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছ!
খুব অভিমানে, কষ্টে কেঁদে ওঠে মন !
কেউ জানে না, আমি জানি কেন তোমার মনের মধ্যে এতো অভিমান কষ্ট ,কেন এত অবহেলা।
আমি জানি সব হারিয়ে কেন তুমি আজ এতো একলা হয়ে কার অপেক্ষায় দিন কাটাচ্ছো !
সুন্দর বুনু আমার ছোনা বুনু
সুন্দর