Site icon আলাপী মন

ইচ্ছে তর্পণ

ইচ্ছে তর্পণ

-শিবানী গুপ্ত 

বুকের নিভৃতে —

তুষের আগুনে পল পল

নিত্য দগ্ধ বাসনার আশ মন-দেরাজে রাখা।

ছিল ধৈর্য্যের চাবিকাঠি ‘

দীর্ঘদিনে–তাতেও ধরেছে জং

ইচ্ছেগুলি কর্পূর হয়ে ওড়ে-

এতোদিন হাসঁফাঁস করছিল-

বন্ধ দেরাজে মাথা কুটে আমার সাধ ছিল-

একআকাশ সুন্দর নকশা দেবো ইচ্ছের গা’য় দিচ্ছিলাম,

সান্ত্বনার বাতাস সুসময়ের প্রত্যাশায় — হলো না।

বন্ধ দেরাজে—- অপর্যাপ্ত বাতাসের ছাট্ তাই,

বাতাস না পেয়ে —– আলোর ওম্ না পেয়ে ,

 যখন প্রত্যাশার সলতে নিভু নিভু একদিন,

বিষম রেগে- মন-দেরাজের বন্ধ দরজাটা-

 ভাঙতেই দেখি –

আমার সাধের ইচ্ছেগুলো-

আমার ভালোবাসা ইচ্ছেগুলো শুকিয়ে কাঠ!

আমার দু’চোখ ছলছল্ আমার সর্বহারা দুচোখে–

-বেদনার ধারা —- অব্যক্ত যন্ত্রণায় আমি বিমুঢ়!

ইচ্ছের অকাল –তর্পনে.-!

Exit mobile version