Site icon আলাপী মন

সহিষ্ণু-ভূমি

সহিষ্ণু-ভূমি

-অমল দাস

 

প্রভাতী কিরণ সম স্নিগ্ধ তুমি

ছল ছল জল তরঙ্গ,

সহস্র বন্ধন টুটিয়া প্রবাহিতা নারী

ভাস্কর্য্যে উজ্জীবিত তব মোহিতাঙ্গ ।

শিল্পীর শৈলী রঙরেখা তুমি,

কাব্যের প্রাণোদিত ছন্দ,

যাপিত শতকে উল্লিখিত গাঁথা

তোমা রূপে রাজনে রাজনে দ্বন্দ্ব।

উদ্ভাসিত উজ্জ্বল আলোকে হরষিত

স্বচ্ছ শুভ্র কমল তুমি,

লাঞ্ছিতা নির্যাতিতা ধর্ষিতা

তবু উদ্যমী শান্ত সহিষ্ণু-ভূমি।

মাতৃরূপেণ তুমি গর্ভধারিণী

ভগ্নী হইয়া লহু মিশ্রণ,

ভার্যারূপেণ সহচরী তুমি

সাহিত্যের নায়িকা- কথন।

উন্মুখ দাতা রূপে কৃপাতুর তুমি

ভবে দ্বিতীয়া তোমা বিনা নাই ,

তব রূপোজ্জ্বল্যে গুণ সম্ভারে, কণ্ঠে জাগ্রত

ওষ্ঠে মধুরেন বাণী পাই।

শিক্ষায় সমাহার স্থৈর্যের ভাণ্ডার

পালনে তুমি আঁচল বিছায়,

পার্বতী লক্ষ্মী কালীতে আসীন

শান্ত সীতা দ্রৌপদী উপেক্ষিত অসহায়।

কামিনী যোগিনী মায়াবিনী তুমি

নিপুণা দশভুজা ঘরণী,

অশান্তে বিনম্র তুমি রণে বীরাঙ্গনা

যৌনদাসী কলঙ্কিত রজনীর।

অসীম জ্ঞান সমুদ্র নিঃসীম সঞ্চার

তব বার্ণাঢ্য প্রাণ অমৃত সম,

ধরণীর পালিতা নবজাতকের স্রষ্টা

তব শক্তির উৎসে করি শত নম ।

Exit mobile version