ভালোবাসা ও গন্তব্য
-সাগ্নিক রায়
কেউ আমায় এনে দিতে পারে এক বিন্দু ভালোবাসা ?
তাতে ডুবে যেতে পারি আমি। বিভোর হয়ে চুকিয়ে দেবো তবে
আপেক্ষিক, অর্বাচীন সব ভঙ্গুর জীবনের বাক্যালাপ, তাতে যদি কারোর কিছু এসে যায়,
ডাল কেটে করে নেবো আঙিনা।
আমি তো শুধু অমৃত চেয়েছি,
এক পশলা চেয়েছি স্যাতস্যাতে হবো বলে।
তাই ভালবাসা নিয়ে সরে যাবো কোথাও।
যে মাঠে একটা কাশফুল ফুটতে এক বছর লাগে,
তাকে ছোঁবোনা !
সেখানেই যাবো,
আজীবন বসন্ত রয়ে যায় একভাবে যেখানে।
সুন্দর লেখনী