
নগ্নমনের মুক্তি
নগ্নমনের মুক্তি
-রাখী সরদার (নন্দিনী)
নির্বাক উদাসীন তার চরে কেটে যাচ্ছিল
রোদ্দুর মাখা দিনগুলি।
ফণিমনসার কাঁটায় জড়িয়ে একটা দুটো
আদর মাখা ফুল।
সযতনে কোন একটিকে আঁচলের ভাঁজে
লুকিয়ে ফেলার আপ্রাণ চেষ্টা
ঠোঁটের কোলে প্রতিনিয়ত কথার ভিড়ে
হারিয়ে যাওয়া।
হঠাৎ সবাক চরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মনের শবদেহ।
রাক্ষুসে পাখীর ঠোঁটের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন
হৃদয়ের নরম পোশাক ।
শরীরী রক্তের আঁশটে গন্ধে ডুবে গেছে
পৃথিবীর নীল চোখ।
তবুও নিরাকার নগ্নমনের কোনখানে
ক’ ফোঁটা সূর্যের আলো।
দোমড়ানো মোচড়ানো পীরিতের অলংকারের
মাঝে কিছু নুতন গহনার খোঁজ।
সন্ধানী চোখের গভীরে ভয়ংকর অন্ধকারের মরণ।
হয়তো এরই মাঝে মুক্তির আস্বাদ।

One Comment
অমল দাস
সুন্দর লেখনী