সন্ধিক্ষণ
–সোনালী মণ্ডল আইচ
বিকেল ও সন্ধ্যার মাখামাখি
সময়ে স্পষ্ট শুরু হয়
যক্ষ্মার মতো পিন ফোটানো ।
কুর্তির নীচে জ্বালা জ্বালা ,
ঝিঁ-ঝিঁ ডাকে লেবুগাছের পেছনে ।
শুনতে শুনতে বিশ্বাস —
সেখানে এক প্রগাঢ় অগম্যতা ।
যেন ইস্কাপনের রানী দাঁড়িয়ে
কি ভীষণ , বোবা আর রিক্ত,
অস্তমিত সূর্যের হলুদ আভায়
মহিয়সীর পালক পালক চোখে
নিশ্চিত বিশ্বাস ওখানে —
পরশপাথর সোনাকে লোহা করে
বুকের ঝাপসা এক্স-রের পেছনে
বাকি স্বাধীনতাটুকু জাপটে সে
ঘোড়ার খুরের শব্দ হাতড়ায় …