Site icon আলাপী মন

একটি মেয়েলি প্রেমপত্র

একটি মেয়েলি প্রেমপত্র

-বিদিশা

তোমাকে বলা হয় নি কোনদিন
অথবা বলা ভালো-
সোনার আংটি হাতে নিখুঁত প্রস্তাব-
পেশ করিনি কোনদিন।
এ কাজ তোমাকে শোভা পায়
বলেই কি ভুলেছি আমি??
নাকি মনেই করতে দেয় নি
বহু যুগের লালিত লজ্জা!!
কোন এক প্রাগৈতিহাসিক বসন্তে
জেনেছিলাম লজ্জা আমার জন্মগত অধিকার
সেইথেকে চৌকাঠের ভেতরে কেটেছে
আমার পূর্বাপর অতীত অবতার।
তোমার কাছে স্বীকার করি
ঘর হতে জানিনা আমি।
আমার সে জাদুকাঠি গেছে হারিয়ে
অথবা ছিলই না কোনদিন
শুধু ছিল তার সম্মতিটুকু।
যেভাবে থেকে যায় পদবী
তার জাত্যাভিমান আগলে।
আমি পারি উঠোন হতে
পিয়োনের মত বাইরের ডাক
এনে দেব ঘরে-
পুরুষ, আমার ঘর হবে??
দরজা খোলা একটা ঘর
উঠোনে হেলান দেওয়া………
সোনার আংটি হাতে
জানু পেতে তোমার সামনে
আমি আজ উত্তরের অপেক্ষায়………

Exit mobile version