Site icon আলাপী মন

ব্যর্থতা

ব্যর্থতা

-সীমা চক্রবর্তী

 

আমার অন্তর থেকে জেগে উঠছে
এক অন্তঃসার শূণ্য হাওয়া
আমি ব্যর্থ আমারই কাছে প্রতি মুহূর্তে
অনুভবে তাই আসন্ন ঝড়ের ছোঁয়া।
অসাফল্যের আঘাতে জর্জরিত আমি
পরাজিত যোদ্ধা, ক্লান্ত নিঃশোষিত
কেটেছে কতো লগ্নের পর লগ্ন
আমার চলার মসৃণ গতি হয়েছে ব্যাহত।
হতাশার অঙ্গার জীবন শক্তি কে করেছে গ্রাস
আমিত্বর গরিমায় শুরু হয়েছে মন্দন
অখণ্ড ক্ষমতা নিয়েও আজ সমাপ্তির প্রতীক্ষায়
ভগ্ন হৃদয় মাঝে এক শীর্ণ করুণ স্পন্দন।
উন্মুক্ত আকাশে অগ্নি বর্ষণ, গুরু গম্ভীর নাদে
জানি না কাল কি হবে!
হয়ত সেই বর্ষণেই সিক্ত হবে আমার আত্মা
বিরামহীন এই অস্থিরতার শীতল অনুভবে।

Exit mobile version