মধুনিশি

মধুনিশি

-শিবানী গুপ্ত

 

 

আকাশ জুড়ে     তারারা  স’ব

ঝিলমিলিয়ে  হাসে

হাত বাড়ালেই    নামবে জেনো

     আমায়   ভালোবেসে

চাঁদটা  কেমন    মায়াবী মায়ায়

নীলাভ  দ্যুতি  ছ’ড়ায়

শ্যামল  বনানী      উদ্ভাসিতা

তারই অরূপ ছ’টায়

মধুনিশি  ডাকছে    আমায়

ব্যাকুল  উষ্ণতায়

উতল  মন     একছুটে    ধায়

মাতাল   মগ্নতায়

 

চলো না যাই     সাঁকো ধরে

হেরি  অনুপম   ছবি

কলম  আমার     পাগলা  ওরে

      নইতো,  আমি কবি

Loading

One thought on “মধুনিশি

Leave A Comment