মুক্ত আজ
-সুদীপ্তা মন্ডল
‘ ভাবনা’ তোমাকে দিলাম ছুটি, –
পুঞ্জীভূত অভিমান আমার
তুমি যাও, যেখানে দিগন্ত
ছুঁয়েছে আকাশ।
রুদ্ধ আকুল আবেগ আমার
চলে যাও, দূর সাম্পানে
অতলান্ত সাগরের পাশ।
ধ্বস্ত বিমোচিত মন আমার
যাও চলে, মহাশূন্যের গর্ভে
যেখানে অমানিশার আঁধার।
আহত বিক্ষত হৃদয় আমার
তুমি ও যাও, দূর আকাশে-
ওই কৃষ্ণগহ্বরে চির নিদ্রায়।
‘ভাবনা’ আজ তোমার ছূটি,
‘কল্পনা’ তোমায় ও দিই ছুটি,
‘স্বপ্ন’ আজ তোমার চির মুক্তি।।
সুন্দর লেখনী
ধন্যবাদ