কিসের খবর আইল
-সোনালী মণ্ডল আইচ
মাস্তুল জলরক্ষীর দূরবীনে ছিল
ফেরিঘাটের স্বাদ নোনতা
আর ঠোঁটগুলো যন্ত্রনায় নীলচে।
আবর্তন গতিকে রৈখিক গতিতে
এনেছিল খাঁজকাটা একটা স্ক্রু,
যেটায় ভাঙা আয়নাটা টাঙানো
মুখগুলো হুবহু মনে রাখে।
এপাড়া ওপাড়া হয়ে হাওয়া চলে যায়
বহুদূরে সেই সব আগুন লাগা মনে
স্বপ্ন জ্বলে ছবির মতো গল্প তখন,
সেসব ক্ষত মৃত্যুর চেয়ে ভীষণ
স্বচ্ছ ও অত্যধিক নিখুঁত
শুঁকে যায় পুলিশ কুকুর নিথর শরীর।
যতবার সভ্যতা স্বাধীন হয়
সব রঙ ফিকে হয়ে
ছিটকে আসে আদিম ধুলোর ঘাত
মগের মুলুক-এ …
দারুণ কবিতা । সময়োপযোগী । ভালো লেগেছে ।