কবিতা

পতন

 পতন
-অমল দাস 

 

ছুটছে মহামিছিল অনবরত পতনের কথা বলছে,

স্বার্থের দোকানগুলি খুলে কেনাবেচা তাতে চলছে.।

বারুদের মুখে ঝুলছে সদ্যজাতের ভবিষ্যৎ,

উলঙ্গ আজ মানবতা শাস্ত্র হয়েছে ধূলিসাৎ।

রঙের আড়ালে ভিন্ন জমায়েত আসলে সবই এক,

যে যার নিজে ব্যস্ত বাকিরা রসাতলে যায় যাক।

পাপ পুণ্য জলাঞ্জলিতে জল মাটি বিষাক্ত আজ,

রক্তের নদী বইবে হেথায় সেথা চলবে জাহাজ ।

ধর্মের নামে জেহাদ আসে বিগ্রহে ওরা উগ্র,

লাল জলে মাছ ধরতে রাজনৈতিকরা বিজ্ঞ।

সম্পর্কে সৌহার্দ্য নেই আছে বোয়ালসম ভোগ,

যোনি মাংসের লিপ্সা আসলে অবক্ষয়ের রোগ।

ঝোপের মধ্যে দুধের শিশু কুকুরে ছিঁড়ে খায়,

যৌনতায় নির্লজ্জ সে মা ফসলে লজ্জা পায়।

যৌথের নেই পরিবার তাঁরা একক খাঁচায় বদ্ধ,

শিশুর বিকাশ চারদেয়ালে মুঠো ফোনে জব্দ।

সন্তান খোঁজে- বৃদ্ধ আবাস আঁখির জলে ভেসে,

মায়ের স্নেহ পিতার আশিস তুলা যন্ত্রে হাসে।

ধ্বংসের নামে মহাযজ্ঞ দিকে দিকে হুঙ্কার,

ভোগীর মায়ের ভোগ দীনের মৃত্যুর ঝঙ্কার।

আইনের নামে প্রশাসনের চলছে প্রহসন খেলা,

বাদী বিবাদীর বয়ে যায় অন্তিম শেষ বেলা ।

জাগ্রত পথ নেই এখানে পৃথিবী চলেছে শয়ানে,

বিস্ফোরণে হয়েছে শুরু হবে পতন বিস্ফোরণে।

=সমাপ্ত=

 

Loading

10 Comments

Leave A Comment

You cannot copy content of this page