Digital মনুষত্ব
-ঋত্বিক সামন্ত
‘শিশু ধর্ষণ’ ‘খুন’ রাহাজানি এসমস্ত কিছু
বড়ো উত্তেজিত করেছিলো সেদিনের সেই ছেলেটিকে
একদিন শেষমেশ নিজের ক্ষোভ করলো প্রকাশ
মুখোপুস্তিকার ওই দেওয়ালটি তে।
পড়ল like, বাড়লো comment, উঠল ঝড় digital দুনিয়াতে।
বললো সবাই ” হোক প্রতিবাদ” আছি মোরা তোমারই সাথে।
তারপর একদিন প্রাতে হাজারো স্বপ্নকে নিয়ে সাথে
দাঁড়ালো এসে ছেলেটি ময়দানের সদর ফতক্তিতে।
কথাছিল,এখানেই হবো মিলিত মোরা,
রাখবো অঙ্গীকারের হাত হতে।
কিন্তু দূর হতে সুদূরে যতদূর যায় দৃষ্টি তার
চেয়ে দেখে শুধু জনহীন ধূ – ধূ প্রান্তর।
হতাশাতে হাঁটুমুড়ে ,মাথাখানি নিচু করে পড়ল বসে ময়দান বক্ষতে।
সকালের ‘ নবজাগরিত ‘ তৃণের ‘ সমবেত ‘ দল হঠাৎই উঠলো হেসে
তার দিকে চেয়ে তাচ্ছিল্যের সুরে উঠলো বলে – ” এই দেখো ‘ অসামাজিক প্রাণীটা ‘ এসেছিল ‘ সমাজ ‘ কে শুদ্ধ করবে বলে।
তার থেকে যাও বাপু আপন ঘরে ফিরে
রেখো শুধু ” নিজের বোনটারে ” আগলে আপন করে,
অন্যের ” মা ” “বোনের” দায়িত্ব তো নই তোর রে।
অট্টহাসি হেসে পুনঃ বলো তারে ” তুই মানুষ! মানুষ হয়ে কেও কি কভু মানুষের উপকার করে!!!!!! “
আজও ওঠে ঝড় ফেসবুক জুড়ে,ওঠে রব ঘুরে ঘুরে
শেষমেশ সবকিছু পড়ে আবার মুখ থুবড়ে
সেদিনের সেই ছেলেটা,পাগল হয়ে আজ পথে পথে ঘোরে,
আর রোজ ভোরে একাকী ময়দানের ধারে আজও বলে চিৎকার করে
” ‘ হোক প্রতিবাদ ‘ ‘ আসুক শান্তি ‘ “